By Sourav Chakraborty
বসেছিলাম সেদিন সূর্য ডোবার শেষে,
না জানি সে কোন, ভাবনার আবেশে,,
ছিলাম পেতে শির, বিজনে,
আনমনে, গভীর সেই তরু বনে,,
সাথে নিয়েছিলাম যে পথ , আমি প্রভাতের পূর্বে,
মুদীল নয়ন সে ওই, বনানীর অসাড় গর্ভে ,,
চোখে তার ছিল সেদিন, জাগরিত রশ্মি রাশি,
সেই পলকে , হল ক্ষীণ, নির্বাপিত উশমি হাসি ,,
মোর পার্শ্বে , শিথিল স্পর্শে , লয় নিবৃত্তি আজ,
নয়নে অসার, অগণ্য অতৃপ , লয় সুপ্তি বিরাজ,,
ঢেকেছে, দুবাহু, রুধেছে চরণ ,সেজেছে আস্তরণ,
বুলিয়ে গেল, ললাট বারং, বসন্তের শেষ সমীরণ,,
তার হতে বন্ধন মোর গেল যে সকল টুটে,
এ হৃদয় চরে, কত যুগ পরে,গর্জে শোকের প্লাবন উঠে,,
তোমারেই ধরে, ছিলেম পড়ে,অট্ট হাসি,অশ্রু,ঝড়ে,
তোমারেই সাথে,বেঁধেছি প্রণয়,হিয়ার মোর স্বপ্ননীরে,,
তোমার এ আসা যে শুধু, ছিল যাওয়ার খেলা,
ভাঙলো ভ্রান্তি উপহাসের সকল এই সে বেলা,,
কুসুমশোভিত প্রতিটি শাখায়,তরুদল তোমারে চায়,
হৃদয়ের অন্তপুরে তোমার তরে, নবীন গালিচ বিছায়,,
জানায় মোর ,শেষ প্রণতি , বিকায়ে সকল ভবের মিনতি,
সকল তোমার, তোমারে দিয়ে,উঠি ধেয়ে , লয়ে আপন পরিণতি,,