প্রেম পেয়ালা

By Rita Bose

হে মানব;
শান্তি সাগরে অবগাহন
করতে চাও কী…?
তবে আগে জেনে নিতে হবে
তুমি চাও কী…?
অনেক তো হল, জীবন যুদ্ধ
নিজেকে পোস্ট মর্টম্ করে
দেখো তো, কিছু পেলে কী…?

এবার তুমি বন্ধ করো;
জীবাত্মার ভেতরের যত
জানালা দরজা…
খুলে রাখো শুধু হৃদয় দরজা ।
ধ্যানস্থ হয়ে যাও হৃদ-গহ্বরে,
দিব্য-জ্যোতি তুমি দেখবে অচিরে ।
অবগাহন করো যদি হৃদ্-মাঝারে
অচিরেই হবে উপলব্ধি
তোমার শরীরে…।
এ ভূলোক, দ্যুলোক, নক্ষত্রের সাথে
সাক্ষাত হবে জেনো;
দিনে রাতে…।
তোমার জীবাত্মা-টি
একাত্মে মিলে যাবে,
জগতের শব্দ-তরঙ্গের সাথে;
একই সুর-তরঙ্গে…।
তা থৈ…তাতা থৈ রবে
নৃত্যে মাতবে তুমি পরমানন্দে ।
ঝর্ণা-ধারার ছন্দে…।

বিশুদ্ধ ঝর্ণায় স্নাত;
পরিশুদ্ধ তুমি চিনবে
হারিয়ে নিজেকে…।
ক্রমে হবে উপলব্ধ;
জগতের যত শব্দ…।

দেখবে, এ জগতে নেই কোন
ঘর, বাড়ি, প্রাসাদ বা অট্টালিকা…
সবই মনে হবে প্রহেলিকা…।
এ জগৎ শুধুই প্রেম ময়…
হেথা নেই কো কোন
শত্রুর ভয় ।
জাত-পাত, উচ্চ-নীচ
ভেদাভেদ ভুলে..
নিতাই-গৌরাঙ্গের মতো
নৃত্যে মাতাল হও
দু’হাত তুলে…।।
নিজের কাঁচা আমিকে পক্ক করে
খুঁটি টা ধরে রাখ, শক্ত করে।
জীবনের মোমবাতি-টা জ্বেলে রাখো
সকলের তরে… যাতে,
তোমার সে শিখা হতে অন্য শিখা
প্রজ্জ্বলিত হতে পারে ।
এ জগতে দেখছ যা কিছু
জড় ও প্রাণ…
জেন, এ সব তাঁর ই অবদান ।
সেখানে ক্ষূদ্রতার নেই কোন স্থান ।

নিজেকে পরিশুদ্ধ করো
প্রেম রসে চুবিয়ে…
পূর্ণ কর, তোমার পেয়ালা খানি
সেই রসে ডুবিয়ে…।
যে পেয়ালার একটি মাত্র
চুমুকে…
ভবিষ্যৎ প্রজন্ম এগুবে
সমুখে।
নিত্যানন্দের মত বুঁদ হয়ে
প্রেমানন্দে…
মানব-কূল কে ভাসাও
সে আনন্দে…।
সার্থক করে তোলো
এ জগৎ সংসার,
যুগে যুগে অনিবার…।
রাখ তব পদচিহ্ণ খানি,
এ ধরিত্রীর বুকে…
বিদায় বেলায় তুমি
শান্তি পাইবে সুখে…।

This poem has been longlisted in Wingword Poetry Competition 2024 to be published in the annual anthology.


1 comment

  • সৌম্য বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই কবিতাটি মনোনীত করার জন্য।
    আগামী বছর আবার আমার লেখা কবিতা পাঠানোর ইচ্ছা প্রকাশ করি।
    ধন্যবাদ জানাই।

    Rita Bose

Leave a comment