By Moupiya Mukherjee
এমনই নদী তুমি জলের পাড় ঘেঁষে
আমাকে বলেছিলে ত্রস্ত সংশ্লেষে-
তোমাকে বনলতা কিংবা জলাশয়
দু'চোখে ভরে দেব আবেশে নির্ভয়!
পাহাড়ি উপপথে যেকোনো সংগ্ৰাম
আমাকে সাথে পাবে বহতা নিষ্কাম!
তোমাকে অনাগত নীরধি হন্তায়
দু'স্রোতে ছুঁয়ে যাব অনাদি বর্ষায়।
মোহনা বালুরাশি নিচয়ে নির্জন
তটিনী নবজাত প্রবাসী আগমন!
তোমাকে মেঘবতী উজানে সৎকার
ক্ষয়িত শিলালিপি ব্যথিত চিৎকার।
আমার এ গতিপথে পাহাড়ি সংগ্ৰাম
তোমাকে উপনদী রেখেছে নিষ্কাম?
বিপথে নিরবধি উজানে ভ্রম ঘর
গলিত বিহিতকে একাকী প্রস্তর!
জীবিত অবশেষে অযথা হৃদ ঘের
সমাধি শুনে দেখো জলপ্রপাতের!