By Diya Halder
ওঁরা কেমন আছে? যারা জন্মের পরেই শুনেছিল
"বৌমা তুমি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছো
ওই বোঝা নিয়ে বেরিয়ে যাও এই বাড়ি থেকে"
ওরা কেমন আছে? যারা পুতুল খেলার বয়সে হয়েছিল বাল্যবিবাহের শিকার।
ধরেছিল সংসারের হাল; জীবন কালের সবচেয়ে সুখকর সময় হয়ে উঠেছিল যন্ত্রণার।
ওঁরা কেমন আছে? যারা প্রেমিকের হাত ধরে ছেড়েছিল নিজের ঘর; স্বপ্ন দেখেছিল সংসারের কিন্তু পরবর্তীতে আশ্রয় হয়েছিল পতিতালয়--- যাদের সমাজে নেই কোনো সম্মান কলঙ্কিনী রূপে পরিচিত ,
কিন্তু তাদের এই কলঙ্কের পিছনে লুকিয়ে আছে আমাদের ভদ্র সমাজের সব সুপুরুষের কলুষিত চরিত্র।
ওঁরা কেমন আছে? যে মেয়েটি রাতের অন্ধকারে ট্রেন না পেয়ে একাকী ফিরছিল তার ঘরে কিন্তু ঘরে ফেরার পূর্বেই তার সম্মানহানি করে রাস্তার কোনো মদ্যপায়ী!
ওরা কেমন আছে? প্রেমের প্রস্তাবে 'না' উত্তর পাওয়ায় যে কাপুরুষ নারীর উপরে করেছে অ্যাসিড বর্ষণ। জ্বলে পুড়ে গেছে তাদের মুখমণ্ডল; জ্বলন্ত অগ্নিশিখা থেকেও যা ভয়ংকর
ওঁরাই বা কেমন আছে? স্বামীর মৃত্যুর পর যে নারী তার সন্তানকে একাই মানুষ করেছে বলে পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে সমাজ হাজারবার আঙুল তুলেছে,,
কখনো জিজ্ঞেস করো তাদের কেমন আছে তারা! এ বিশ্ব মাঝারে; একার লড়াই একাই লড়ে চলেছে এ জগত সংসারে ।।