By Debarati Majumdar
অভাবের চাবুক জ্বালা ধরায় পেটে
নাড়ি শুকায় ক্ষুধার আগুনের দাবানলে,
জীবন সংগ্রামে তবু করিনি মাথা নীচু
আমরা সৈনিক সর্বহারা দলের।
শুষ্ক ওষ্ঠ কাঁদে বোবা চিৎকারে
কন্ঠ রুদ্ধ হয় দারিদ্রতার ফাঁসে
তবুও দিনশেষে একমুঠো অন্নেই ক্ষুধাগ্নি জুড়ায়
মুখে হাসি ফোটে তৃপ্তির মিঠে উল্লাসে।
আমাদের স্পর্ধা ওই আকাশচুম্বী
ভিত কংক্রিটের চেয়েও শক্ত,
জীর্ণ শরীরেও করছি, লড়ছি
তোষামোদী ধর্মের নই ভক্ত।
জীবন তো শত কারণ দিয়েছে ছুঁড়ে
বিষন্নতার অন্ধকারে হারিয়ে যাওয়ার,
তবু সে সকল আঘাত গুছিয়ে সঙ্গী করে
জীবনকে বিস্ময় দিয়েছি উপহার।
মলিন হয়নি কভু এই হাসিমুখ
যতই হোক রুক্ষ শীর্ণ কায়া
বিষাদ নিখিল দর্পণে দেখি রোজ
নিজের লড়াকু প্রতিচ্ছায়া।